যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ফোক শিল্পী পিট সিগার আর নেই। ৯৪ বছর বয়সী এই শিল্পী সোমবার নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার নাতি। ১৯৪৮ সালে নিজের দল 'দ্য ওয়েভার্স' গঠনের মধ্য দিয়ে পিট সিগারের জনপ্রিয়তা শুরু। তারপর একনাগাড়ে ছয় দশক নিজস্ব ঢঙ্গে সংগীতচর্চা ও পরিবেশন করে গেছেন তিনি। মূলত প্রতিবাদী সংগীতের জন্য খ্যাতিমান হয়ে ওঠা সিগারকে তার বামপন্থি অবস্থানের জন্য ১৯৫০-এর দশকে মিডিয়ার মাধ্যমে কালো তালিকাভুক্ত করা হয়। এরপরও তিনি যুক্তরাষ্ট্রের কলেজ ক্যাম্পাসগুলোতে সংগীত পরিবেশন ও নিজের প্রতিবাদী ধারণার প্রচার চালিয়ে যান। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।