বম্কিমচন্দ্র বাংলা সাহিত্যের এক অনন্য কৃতিত্ত্ব। তার কৃতিত্ত্বের মূল্যায়ন করতে গিয়ে পরবর্তিতে রবিন্দ্রনাথঠাকুর বলেন-"বম্কিম আনলেন সাত সমুদ্র পাড়ের রাজ-পুএকে আমাদের সাহিত্যে রাজকন্যার পালঙ্কের শিরে। তিনি যেমনি ঠেকালেন সোনার কাঠি, অমনি সেই বিজয় বসন্ত। লায়লি -মজনুর হাতির দাতের বাধানো পালঙ্কের উপর রাজকন্যা উঠলেন। চলতি কালের সঙ্গে তার মালাবদল হয়ে গেল। তারপর থেকে তাকে ঠেকিয়ে রাখে কে? রবিন্দ্রনাথের কথাই সত্য। আমাদের সাহিত্য প্রান বন্যাকে তারপর থেকে ঠেকিয়ে রাখার সাহস বা সাধ্য কারও হয়নি।তিনি ইউরোপের আধুনিক চিন্তাধারার এক আশ্চর্য যোগবিয়োগ ঘটিয়েছেন,যা ছিল তার সময়ের সবচেয়ে বড় কাজ। এভাবে বম্কিম আমাদের কাছে হয়ে আছেন কিংবদন্তি।
- সংগৃহীত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।