আমাদের কথা খুঁজে নিন

   

জিয়া হত্যার নতুন মোড়

প্রয়াত বলিউড অভিনেত্রী জিয়া খানের 'আত্দহত্যা' মামলা এবার নিল এক নতুন আন্তর্জাতিক মোড়। জিয়ার মা রাবিয়া খানের আবেদনের পরিপ্রেক্ষিতে এবার যুক্তরাষ্ট্রের এফবিআই উদ্যোগ নিয়েছে তার 'মৃত্যুরহস্য' উদঘাটনের। ওই ঘটনায় ভারতীয় পুলিশের তদন্ত যথেষ্ট ছিল না দাবি করে এর মধ্যেই ওই প্রক্রিয়ায় এফবিআইয়ের সংযুক্তির আবেদন জানানো হয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফ থেকে। দিলি্লতে অবস্থিত ইউএস অ্যাম্বাসির কর্মকর্তা রোজমেরি ম্যাকরে এ ব্যাপারে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাওসাহেব রামরাও পাতিলের কাছে। সেখানে তিনি উল্লেখ করেছেন, জিয়ার আত্দহত্যার ঘটনায় ফরেনসিক এবং টেকনিক্যাল দিকগুলো নিয়ে মুম্বাই পুলিশকে তদন্তে সহায়তা করতে চায় এফবিআই। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় জিয়ার মৃত্যুরহস্য উদঘাটনে সহায়তা চেয়ে ২০১৩ সালের অক্টোবরে ভারতে দেশটির রাষ্ট্রদূত ন্যান্সি জে পাওয়েলের কাছে একটি চিঠি লিখেছিলেন তার মা রাবিয়া। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই এবার তদন্তে এফবিআইয়ের সংযুক্তির আবেদন করা হয়েছে বলে জানান তিনি। শীঘ্রই তদন্ত শুরু হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.