আমাদের কথা খুঁজে নিন

   

বেশি ভালোবেসো না সুযাতনা

কবিতা আমার প্রাণ

বেশি ভালোবেসো না সুযাতনা
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
।।কয়েছ আহমদ বকুল।।

ইথার সহযোগে স্বজন মাধ্যমে সুযাতনা
অভ্রবেদী হাহাকার তোমার
এবং অসংলগ্ন অন্তর কাঁপানো দীর্ঘশ্বাস
'সরলা-আর জ্বালা দিসনা গো সরলা'
আব্দুল করিমের কালজয়ী সঙ্গীত হয়ে
উত্তপ্ত করে মোর গ্রীবার কল্লোল

বেশ ভালোবাসো বলেই
ভীতু স্বর সজ্ঞাতীত আপন - পালাচ্ছো রুদ্বশ্বাসে
বিকৃত চিন্তার আদলে বিপর্যস্ত চোখের কোণায় যমুনা

কেউ না জানুক তুমি জানো তুমি কার
আদিগন্ত অস্থিত্ব জুড়ে দিনরাত্রী কার করুণ অনুরণন
তুমি জানো স্বর্গীয় কুসুম, কান্না নামের গহন অভিপ্সা আমার
তুমিহীন অনুপল সহস্র শ্রাবণ

ভালোবাসো তুমি
বেশী ভালোবাসো বলেই স্বপ্নচ্যুতি ভুল আকুতি
নিঃস্ব নিকৃষ্ট সীমান্তে আমাকে একাকী রেখে
পদচিহ্ণ এঁকে যাও আমার কপাল কংকালে

আমাকে নির্মাণের অভিপ্রায়
অথবা তনয় যুগল অহর্নিশি ভাবায় তোমার গোপন তরল
তাই বলে বিপন্ন করে পরমাত্মীয়া আত্মাত স্বজন
এ কেমন ভালবাসা খেলা

বেশী ভালবেসো না সোনা
এসো স্বার্থপর হই
এসো তাবৎ জগৎ ভুলে, ভুলে কূল জলের বিভা
সরল যাপনে হই লীন...........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.