আমাদের কথা খুঁজে নিন

   

নতুন মুদ্রানীতিকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই

তবে মুদ্রানীতিতে ঋণের সুদ হার কমানোর কোন ইঙ্গিত না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মুদ্রানীতির বিষয়ে মতামত তুলে ধরেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিবৃতিতে বলা হয়, বিনিয়োগের স্বার্থে সকল খাতের ব্যাংক ঋণের সুদের স্প্রেড ৩ শতাংশে নামিয়ে আনা প্রয়োজন। তা না হলে বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বাংলাদেশ।

সোমবার বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করেছে, যাকে বিনিয়োগবান্ধব সতর্ক মুদ্রানীতি আখ্যা দিয়েছেন গভর্নর আতিউর রহমান।

বিবৃতিতে বলা হয়, “অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধির ধারাকে আরো গতিশীল এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে লক্ষ্য রেখে বাংলাদেশ ব্যাংক জানুয়ারি-জুন মেয়াদের ঘোষিত ভারসাম্যপূর্ন মূদ্রানীতিকে এফবিসিসিআই স্বাগত জানাচ্ছে। ”

নতুন মুদ্রানীতিতে দেশের বিনিয়োগ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি কমানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রাকে বাড়ানো হয়েছে, যাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে মনে করছে এফবিসিসিআই।

ঘোষিত মুদ্রানীতিতে মূদ্রা সরবরাহ, বিনিময় হার এবং মূল্যস্ফীতির হারের মধ্যে সমন্বয় করে বিনিয়োগ ও কর্মসংস্থান বিবেচনায় নেওয়ায় এফবিসিসিআই বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বেসরকারি খাতে ঋণ প্রবাহে সহায়তা করবে এবং বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের উৎসাহিত করবে।

এফবিসিসিআই বলছে, ঘোষিত মূদ্রানীতিতে সুদের হার কমানোর বিষয়ে কোন দিক-নির্দেশনা নেই।

প্রতিযোগী বেশির ভাগ দেশের ঋণের সুদের হার বাংলাদেশের চেয়ে কম। ফলে কম সুদে ঋণ নিয়ে ওইসব দেশের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.