আমাদের কথা খুঁজে নিন

   

দুর্ঘটনা ও হৃদরোগে ৫ মুসল্লির মৃত্যু

আর ইজতেমা শুরুর আগের দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো চারজন।

শুক্রবার সকাল ৯টার দিকে টঙ্গীবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুই ট্রাকের মাঝখানে পড়ে আহত হন মাওলানা হেদায়েত উল্লাহ (৭০)।

টঙ্গী হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান চৌধুরী।

হেদায়েত উল্লাহ নোয়াখালীর মাইজদী মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার বাড়ি নোয়াখালী সদরের বাতিয়া গ্রামে।

এদিকে ইজতেমার লাশ ঘরের দায়িত্বে থাকা মো. আদম আলী জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে চারজন ইজতেমা মাঠে হৃদরোগে মারা গেছেন।

এরা হলেন- গোপালগঞ্জের ফকিরহাটখোলার আবদুর রব শেখ (৭০), মাগুরার শালিখার হাজরাহাটি এলাকার বাসিন্দা তোজাম সরদার (৭২), নেয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুর এলাকার নূর আলম (৬৫) ও কুমিল্লার দেবিদ্বারের কুরচাব এলাকার আব্দুল লতিফ (৭৫)।

শুক্রবার ফজরের পর বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই সম্মিলন শেষ হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।