নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!
আমি সেদিন যেটা বলেছিলাম মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদের জাতীয় সংসদের প্রদত্ত বক্তব্য নিয়ে, ঠিক সেটাই বলেছেন, আরও ডিটেইলস বলেছেন গনতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ। বোঝা যায়, আকারে ক্ষুদ্র হলেও দেশে এখনও নির্ভিক কিছু মানুষ রয়েছেন যারা সাহসের সাথে সত্য কথাগুলো বলতে পারেন। অনেক অভিনন্দন উনাদেরকে। আজকের পত্রিকায় প্রকাশিত নেতৃবৃন্দের বক্তব্যটা হুবহ দিয়ে দিলাম। সবাই পড়ে দেখতে পারেন।
"দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণে দেশের জনগণের আশা-আকাক্সখার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক বামমোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, ৫ জানুয়ারি অনুষ্ঠিত বিরোধীদল, ভোট ও ভোটারবিহীন নির্বাচনকে রাষ্ট্রপতি যেভাবে ‘অবাধ-নিরপেক্ষ’ হিসেবে আখ্যায়িত করেছেন তা বাস্তব ঘটনা নয়। রাষ্ট্রের প্রধান ব্যক্তির কাছ থেকে এই ধরনের একপেশে ও পক্ষপাত দুষ্ট বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। সংঘাত ও নৈরাজ্যের জন্য তিনি কেবল বিরোধীদেরই অভিযুক্ত করেছেন। অথচ যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাসের আশ্রয় নিয়েছিল রাষ্ট্রপতির ভাষণে এর কিছুই উল্লেখ নেই।
তিনি রাজনৈতিক সংকট উত্তরণে বিরোধী দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান জানালেও এই ব্যাপারে সরকারের দায়িত্ব ও উদ্যোগই যে প্রধান সে সম্পর্কে তিনি কিছু উল্লেখ করেননি।
নেতৃবৃন্দ অবিলম্বে এই সংসদ বাতিল করে গণতান্ত্রিক পরিবেশে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের কার্যকরি উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
মোর্চার সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোর্চার কেন্দ্রীয় নেতা সিদ্দিকুর রহমান, সাইফুল হক, শুভ্রাংশু চক্রবর্তী, মোশারফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, জোনায়েদ সাকি, হামিদুল হক, মহিনউদ্দিন চৌধুরী লিটন, এ্যাডভোকেট আব্দুস সালাম, আকবর খান, মানস নন্দি, মোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।