আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগীয় ইতিহাসের সামু পরিসংখ্যান (somewhere in... blog ব্লগ এর পরিসংখ্যান) {আসাদ}

কিবোর্ড নস্ট তাই লিথতে পারি না। আমরা বিভিন্ন সময় সামুতে কে কতটি পোষ্ট দেয়, কার হিট কত, কে কত ভাল ব্লগার, কোন পোষ্ট কতবার পড়া হলো, সর্বোচ্চ পোষ্ট দাতা কে, আবার সর্বোচ্চ মন্তব্যকারীকে, কোন পোষ্ট সর্বোচ্চ পড়া হল ইত্যাদি ইত্যাদি তা নিয়ে পোষ্ট দেই বা দেখি বা পড়ি। তাহলে এবার আসুন সামুর কিছু পরিসংখ্যান দেখি। আমরা যারা সামুতে পড়ি, লিখি বা ক্যাচাল করি তারা সবাই দেখে নিন সামুর কিছু পরিসংখ্যান। somewhere in... blog বিশ্বের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ বাংলা ব্লগ সাইট।

এর প্র্রত্যেকটি নতুন পোষ্ট প্রথম পাতায় প্রদর্শিত হয়। somewhere in... blog ব্লগ এর পরিসংখ্যান নিম্নরুপঃ আলেক্সাতে somewhere in... blog এর বিশ্বব্যাপি ট্রাফিক মান হল ৩৮৭৯। সর্বনিম্ন সাত বছর যাবত সাইটি অনলাইনে আছে। বাংলাদেশি ব্যবহারকারীদের মধ্যে এই সাইটের ট্রাফিক মান ১৩। somewhere in... blog ব্লগের শতকার ৮৩% ব্যবহারকারীর অবস্থান বাংলাদেশে।

গড়ে প্রায় প্রতিটি দর্শক somewhere in... blog এ ১৫ মিনিট সময় থাকে। গড়ে প্রায় প্রতিটি পাতা ৬৪ সেকেন্ড দেখা হয়। বাংলাদেশের মধ্যে চচট্টগ্রাম শহরে এর ব্যবহারকারীদের সংখ্যা সবচেয়ে বেশী, চট্টগ্রাম শহরে এর ট্রাফিক মান ৬। আলেক্সা ট্রাফিক মান : ৩৮৭৯ (সমগ্র বিশ্ব) আলেক্সা ট্রাফিক মান : ১৩ (বাংলাদেশ) Somewhereinblog.net এর খ্যাতি একটি পরিমাপ. আলেক্সা খ্যাতি : ১৩৫৮ সামুর প্রতিদিনের ট্রাফিক মান প্রবনতা: গতকাল: ৪৫৭৯(৩০/১২/২০১২ ইং), ২৯/১২/১২ ইং তারিখ অপেক্ষা +১০১৮ বেশি গত ১ সপ্তাহে সামুর ট্রাফিক মান প্রবনতা: ৩৭৩৫ যা পূর্বের ১ সপ্তাহ থেকে +২৯৪ বৃদ্ধি পেয়েছে। ১ সপ্তাহ প্রবনতা গত ১ মাসে সামুর ট্রাফিক মান প্রবনতা: ৩৫৬৫ যা পূর্বের মাস থেকে -৫০৪ হ্রাস পেয়েছে।

১ মাস প্রবনতা গত ৩ মাসে সামুর ট্রাফিক মান প্রবনতা: ৩৮৭৯ যা পূর্বের ৩ মাস থেকে +৩৫৫ বৃদ্ধি পেয়েছে। ৩মাস প্রবনতা জনসংখ্যার ভিত্তিতে সামুর জনপ্রিয়তা নিম্নরুপঃ বয়স ভিত্তিক সামুর দর্শক জনপ্রিয়তা বিভিন্ন দেশে somewhere in... blog এর ট্রাফিক মান নিম্নরুপঃ সামুর দেশ ভিত্তিক ট্রাফিক মান সামুতে মোট ভিজিটরের শতকরা হিসাব বিশ্বের বিভিন্ন দেশ অনুযায়ী নিম্নরুপঃ দেশ ভিত্তিক শতকরা হিসাব। ঋণ হচ্ছে আমাদের সবচেয়ে কাছের শত্রু কিংবা বন্ধু। বেলা শেষেই নতুন সালে’র জন্য থাকবে অপেক্ষা। এই ই মোক্ষম সময়।

অন্যের ঋণ স্বীকার করে নিন। ক্ষমা করে দিন আপন জনের সকল অন্যায় অপরাধ। জটিলতা ভুলে কাছে ডেকে বলুন : বন্ধু তোমায় শুভ নববর্ষ। -------------------------------------------কৃজ্ঞতা মরুব্বী আজ বছর শেষে অন্যরকম একখানা পোষ্ট দিতে চাইলাম, জানিনা কেমন হয়েছে। ভূলত্রুটি ক্ষমা করবেন।

সবাইকে ধন্যবাদ এতসময় নষ্ট করার জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.