আমাদের কথা খুঁজে নিন

   

বন্দুকযুদ্ধে তিন 'ডাকাত' নিহত

মিঠাপুকুর উপজেলায় ডাকাতি করে পালানোর সময় পুলিশের গুলিতে তিন ডাকাত নিহত হয়েছে। গতকাল ভোর ৫টায় উপজেলার বলদিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনার সময় চার পুলিশ সদস্যও আহত হয়েছে। নিহত ডাকাতরা হলো ময়মনসিংহের রিপন মিয়া (৩৫), মাদারীপুরের আনোয়ার হোসেন (৩৬) ও ঝিনাইদহের আহমেদ আলী (৩৪)। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, চাপাতি এবং লুট করা ১ লাখ ১৯ হাজার টাকাসহ তিন ডাকাতকে আটক করেছে। তারা হলো শরীয়তপুরের রনি মিয়া (৩৫), গাজীপুরের আজাদ রহমান (৩৫) ও মাদারীপুরের ফরহাদ হোসেন (৩৫)। অন্যদিকে গুলিবিদ্ধ ডাকাতদের আটকের সময় অন্য তিন ডাকাতের হামলায় আহত হন মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, সুমন পারভেজ, কনস্টেবল আবদুল হামিদ ও জিয়ারুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার শঠিবাড়ী ফিলিং স্টেশন থেকে টাকা লুট করে ডাকাত দল একটি প্রাইভেট কারে করে পালাচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ডাকাতদের ধাওয়া করে। বলদিপুকুর এলাকায় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা ২৬ রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ তিন ডাকাতকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেওয়ার পথে মারা যায় আনোয়ার হোসেন। গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডাকাত রিপনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে ভর্তি করার পর বেলা দেড়টায় আহমেদ আলী মারা যায় বলে হাসপাতালের উপপরিচালক ডা. আবদুস সালাম নিশ্চিত করেছেন।

শঠিবাড়ী ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, পাম্পে আমরা দুজন ছিলাম। রাত পৌনে ৫টার দিকে একটি প্রাইভেট কার এসে পাম্পের সামনে দাঁড়ায়। কার থেকে কয়েকজন নেমে পেট্রল দেওয়ার কথা বলে। আমরা ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আমাদের মুখ ও হাত-পা বেঁধে ঘরে ফেলে রাখে। পরে আলমারি ভেঙে ১ লাখ ১৯ হাজার ৮৩৪ টাকা লুট করে নিয়ে যায়। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনায় ফিলিং স্টেশন ব্যবস্থাপক ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা হয়েছে। আন্তঃজেলা ডাকাত দলের সংঘবদ্ধ চক্রটি কারে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে বিভিন্ন জেলায় ডাকাতি করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.