আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে মাহফিলে গিয়ে সাংসদ ‘লাঞ্ছিত’

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনার শিকার হন সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে নির্বাচিত আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের শাহ মঞ্জিলের ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিলের শেষদিন ছিল।

মাহফিলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে এই সাংসদ বক্তব্য রাখতে শুরু করলে তাকে লক্ষ্য করে জুতা, ইট-পাটকেল ও পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। পরে সাংসদ ও তার কয়েকজন সহযোগী স্থানীয় একটি মসজিদে গিয়ে আশ্রয় নেন।

এসময় মাহফিলে উপস্থিত কয়েকজন স্থানীয় ধর্মীয় নেতাও ‘লাঞ্ছিত’ হন বলে অভিযোগ পাওয়া গেছে।

সাংসদের এপিএস এরফানুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংসদ মাহফিলের মঞ্চে পৌঁছানোর পর পর স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা হামলা চালায়।

রাত সাড়ে নয়টায় সাংসদের মুঠোফোনে যোগাযোগ করা হলে এপিএস এরফানুল বলেন, এমপি সাহেব স্থানীয় একটি মসজিদে আশ্রয় নিয়ে আছেন।  

এবিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের এএসপি এমরান ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংসদকে ঘিরে অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছি। তাকে উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।

গত ৫ জানুয়ারির নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হন নদভী।

তবে অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার দৃশ্যমান কোনো সম্পৃক্ততা ছিল না। নির্বাচনের আগে ও পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ঘিরে সাতকানিয়ায় একাধিক সংহিতার ঘটনা ঘটেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.