হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াই গ্রামে প্রতিপক্ষের হামলায় রমিজ মিয়া (৪০) নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রমিজ মিয়ার পিতার নাম মুঞ্জব উল্লা।
জানা যায়, মৃত রমিজের ভাই তমিজ মিয়ার সঙ্গে একই গ্রামের দরবেশ মিয়ার ছেলে ফজলের পূর্ব বিরোধের জের ধরে গতকাল রাত ১০টায় ফজল মিয়ার নেতৃত্বে ৮/১০ জনের একদল লোক দা ও লাঠিসোটা নিয়ে তমিজ মিয়ার বাড়িতে যায়। এসময় তারা তমিজকে বাড়িতে না পেয়ে তার বড় ভাই রমিজকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই রমিজের মৃত্যু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।