আমাদের কথা খুঁজে নিন

   

ক্যালরি কাউন্টার

কী খাচ্ছেন, কোন খাবারে কত ক্যালরি, ব্যায়াম করে বা কাজ করে কত ক্যালরি খরচ হলো—এসব নিয়ে ভাবছেন? সহজেই এর একটা তালিকা তৈরি করে সংরক্ষণ করতে পারেন। এ জন্য ব্যবহার করতে পারেন ক্যালরি কাউন্টার বাই ফ্যাটসিক্রেটের অ্যাপলিকেশন।

ওজন বাড়াতে বা কমাতে চান যাঁরা, তাঁদের জন্য এটি বেশ সহায়ক। খাবারের পুষ্টিগুণ সম্পর্কেও নানা তথ্য পাবেন এটি থেকে।

এতে একটি ‘ফুড ডায়েরি’ আছে।

সারা দিনে আপনি কী খেলেন, কত ক্যালরি যোগ হলো, তা সংরক্ষণ করতে পারবেন। আরও আছে এক্সারসাইজ ডায়েরি, যাতে আপনার ক্যালরি খরচের পরিমাণও রাখতে পারবেন।

নানা খাবারে কত ক্যালরি আছে, সেটাও জেনে নিতে পারবেন। আপনার ওজন কত বাড়ল বা কমল, সেটাও দেখে নিতে পারবেন।

এটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে।


নামানোর ঠিকানা: http://goo.gl/eHR4h
ডট কম প্রতিবেদক।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।