রানা প্লাজার ঘটনাটি অবশ্য সম্পূর্ণ একটি অদ্বিতীয় ঘটনা। কিন্তু এখানকার মালিকরাও ছিলেন ছোট বা মাঝারি স্তরের মালিক। সাব-কন্ট্রাক্টের মাধ্যমে তারা বড় কাজ হাতে নিয়েছিলেন। সেখানে তারা তাড়াহুড়ো করেছিলেন এবং লোভ সামলাতে সক্ষম হননি। সুতরাং সেখানে এবার যে ক্ষতিপূরণের মাত্রা নির্ধারিত হয়েছে, সেটি শুধু এখানকার জন্যই প্রযোজ্য। তারপরও আমি বলব, ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর তহবিলে রানা প্লাজা দুর্ঘটনার ক্ষতিপূরণ বাবদ প্রচুর অর্থ জমা হয়েছে। তাছাড়া আমরা শুনতে পাচ্ছি বিদেশি ক্রেতারা বিপুল পরিমাণ অর্থ নিয়ে এগিয়ে এসেছেন। এই দুই ধরনের অর্থ যোগ করলে ক্ষতিপূরণের যে হিসেব ক্ষতিপূরণ কমিটি নির্ধারণ করেছে তা অনায়াসে বাস্তবায়ন সম্ভব। এমনকি উদ্বৃত্ত থেকে যেতে পারে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।