নিহত মোহাম্মদ সেলিমের (৩৫) বাসা নগরীর আমবাগান এলাকায়। রোববার সকাল সাড়ে ৭টার দিকে তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান।
তিনি বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। আঘাত দেখে মনে হয় তাকে এলোপাতাড়ি কোপানো হয়েছে।”
নিহতের ছোট ভাই জনি হাসপাতালে সাংবাদিকদের জানান, তার ভাই আহত অবস্থায় দক্ষিণ খুলশীতে সিটি করপোরেশনের নির্মাণাধীন আবাসিক এলাকায় পড়ে আছে বলে তারা খবর পান। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক জানান, সেলিম মারা গেছেন।
জনির ধারণা, পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কি নিয়ে কার সঙ্গে সেলিমের শত্রুতা ছিল- সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।
সেলিম বিএনপির রাজনতিতে জড়িত বলে স্থানীয়ভাবে শোনা গেলেও তার ভাই তা অস্বীকার করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।