প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাং তাদের এ স্পিকারটির নাম দিয়েছে ‘স্যামসাং শেপ এম ৭’।
খুব সহজ প্রক্রিয়াতেই সেট করা যাবে স্যামসাং শেপ এম ৭। ওয়াই-ফাই রাউটারের ওয়াই-ফাই প্রটেক্টেড সেটাপ (ডব্লিউপিএস) বাটনের মাধ্যমে সংযুক্ত করে স্মার্টফোন অ্যাপের মাধ্যমেই শোনা যাবে পছন্দের গান, স্ট্রিম করে শোনা যাবে অ্যামাজন ক্লাউড প্লেয়ার, প্যানডোরা ও রাপসোডির মতো রেডিও। ওয়াই-ফাই ছাড়াও অপশনাল হাবের মাধ্যমেও ইন্টারনেটের সঙ্গে সংযোগ স্থাপন করে গান ও রেডিও শোনা সম্ভব এমনটাই প্রতিবেদনে জানিয়েছে ম্যাশএবল। যদি এ ধরনের একের অধিক স্পিকার থাকে তবে ভিন্ন ভিন্ন ঘরে তা স্থাপন করে প্রতিটি স্পিকারে আলাদা আলাদা গান শোনাও সম্ভব হবে।
স্পিকারটি ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় চলে আসলে স্যামসাংয়ের ডাউনলোডযোগ্য স্যামসাং মাল্টিরুম অ্যাপের মাধ্যমে বিভিন্ন নির্দেশ প্রদান করে তা নিয়ন্ত্রণ করা যাবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটি অপারেটিং সিস্টেমের জন্যই পাওয়া যাবে এ অ্যাপ।
স্পিকারটির মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশ’ ৯৯ ডলার ৯৯ সেন্ট। আর অপশনাল হাব ব্যবহার করতে চাইলে অতিরিক্ত ৪৯ ডলার ৯৯ সেন্ট দিয়ে তা কিনতে হবে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে ম্যাশএবল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।