আমাদের কথা খুঁজে নিন

   

...জীবন ও যান্ত্রিকতা ...

একা পাখি বসে আছে, দূর নীলিমার পানে তাকিয়ে...

কত কথা, কত শপথ আজও মনের মাঝে বর্ষার ঘনকালো মেঘের মত ভেসে বেড়ায়। আমাদের শপথ গুলো কিভাবে যেন ন্যাপথিলিন এর গন্ধের মত বাতাসে মিলিয়ে গেল। আসলে আমার এই শহুরে-ব্যাস্ত্ জীবনটাই কিছুতেই তোমাকে কাছে পেতে দিচ্ছে না। কি করবো? না পারছি তোমাকে ঠিকমত সময় দিতে না পারছই ব্যস্ততাকে দু'হাতে পৃথিবীর বাইরে ফেলে দিতে...

এবার কিন্তু সত্যি সত্যি কথা দিচ্ছি তোমার পাওনা সময় গুলো আর কেড়ে নিতে পারবে না আমার এই জীবন। প্লিস এবার ফিরে এসো তোমার-আমার স্বপ্নে দেখা এই ছোট্ট সংসারটায়। দেখ তুমিহীনা আমি কতটা কষ্টে আছি...

তুমি চলে যাওয়ার সাথে সাথে আমাদের বাগানের ফুলগুলো-ও কেমন যেন বিষন্ন মন নিয়ে ফুটে আছে, এই রিমঝিম বর্ষাটাও আর গান শুনায় না, কোজাগরি জোসনার চাঁদটাও কেমন ফিঁকে হয়ে গেছে, ঘরের চারদিকে কেমন একটা দুঃখি দুঃখি চেহারা...

প্লিস এবারের মতো আমায় ক্ষমা করে দাও আর কখনও তোমার পাওনা সময়গুলো এই শহুরে হায়নাটাকে দিব না... শুধু তুমিই পাবে তুমি...
কি এবার নিঃশ্চয় তুমি আর অভিমান করে থাকবেনা...
প্লিস ফিরেএসো তোমারই প্রিয় সাজানো ঘরটায়...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.