আমাদের কথা খুঁজে নিন

   

অন্য গাঙের গান, সমুদ্র-সমান

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

এক একটা দীর্ঘ দারুণ শ্বাসে হাজার-শতেক শিউলি আবার ফোটে;
এক একটা ঘন মনের ঘ্রাণে মোরগজবা রঙিন হয়ে গাঢ়;
এক একবার উদাস হলে চোখ, সবুজ টিয়ায় ভূবন ছেয়ে যায়।

তবু নদী আমার, কোমল ইছামতি কেমন করে শুকায় রোদ্দুর-বৈশাখে।
এইবার দিন গুণে গুণে জৈষ্ঠ্য আসার আগেই, নদী আমার, চলে যাবো
মাইল-মাইল দূর। এই হলুদের ক্ষেত অযত্নে মিলায়ে যাবে; আমার
খেজুরপাতার ছায়ায় বসবে জানিনা কোন জন, কোন পাখির হবে ঘর
কে জানে জারুল-পাতার বুকের ভীষণ ভেতর।

বাহাত্তর বছর পর, নদী ইছামতি।

এইবার আমার জুড়াবে দুই চোখ।
নতুন ভিটায় ফুটবে নতুন ভাত, জোছনা-বানে অন্য নতুন লোক,

অন্য গাঙের গান।
সমুদ্র-সমান।

যমুনা তো নদী নয়; কোনদিন সে ছিলনা কোন নদী। যমুনা মায়া অথবা
যমুনা কেবল যুবকের হৃদয়, যুবতীর দেহ।

যুবতীর অন্তর, যুবকের কায়া।
যমুনা কেবল প্রেম, উন্মাদ ঝড়ের ভাঙন, ঘোলা ঘোলা খোলা ঢেউ।

বাদলা দিনে যমুনার এক অসীম ওপারে...

জরা-পুরাতন বুকের গভীর থেকে মেঘের জলে খুঁজব তোমায় নদী।
শ্যাওলা-সবুজ হলে আমার ঘর, ইছামতি এসো শ্রাবণ মাসে।
যদিও সমস্ত আকাশ ভিজে থাকে, তারার আগুন নিভে যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।