আমাদের কথা খুঁজে নিন

   

“বইমেলা প্রাণের মেলা,আক্ষরিক অর্থে,ভাবার্থেও”

তোমায় গান শোনাবো,তাইতো আমায় জাগিয়ে রাখো... ওগো ঘুমভাঙানিয়া,ওগো দুখজাগানিয়া ...

বইমেলা আমার কাছে নিছক মেলা নয়,এ মেলা সাহিত্যের সাথে মানুষের মিলনমেলা। আর অন্যকোন মেলায় এত প্রান থাকে কিনা আমার জানা নেই,কিন্তু একুশের বইমেলায় সত্যিই প্রান-যেটা অনুভব করা যায়,যার কাছে বেঁচে থাকার প্রানবায়ু খুঁজে পাওয়া যায় । অন্য আট-দশটা মেলার মত এই মেলাতেও বাণিজ্য হয়,তবুও এই বানিজ্যকে ছাপিয়ে যে জিনিসটা মোটা দাগে চোখে পড়ে সেটি হল অজস্র অজস্র মানুষের সমাগম,বই নাড়াচাড়া,বই খোঁজা,বইয়ের গন্ধ নেওয়া ...

বছরভর অপেক্ষার পর একজন নবীন লেখকের বইপ্রকাশ,চোখেমুখে উপচে পড়া আনন্দ...সেই উত্তেজনা,সেই বাঁধভাঙা উচ্ছ্বাস,লাগামহীন প্রত্যাশা...এর কি কোন তুলনা আছে ?

বাংলার বই মেলার এই এক বিশেষত্ব-এখানে প্রান আছে,এক ধরণের গন্ধ আছে,আফিমের মত যেটা নেশা জাগায় !

খুব আনন্দ লাগে যখন ভাবি আমার প্রতিদিনকার যাওয়া-আসার পথটিতেই বইমেলা
বাকি ১১ মাস যার প্রতীক্ষায় “দিবস-রজনী আশায় আশায়” কেটে যায়

“বইমেলা প্রাণের মেলা,আক্ষরিক অর্থে,ভাবার্থেও”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।