কখনও, হয়তোবা, হঠাত, কিছুকাল, যদিও, খানিকটা, তারপর, অথচ, কিন্তু, তথাপি, তবুও "তন্দ্রাহীন" ...।।
সম্মোহিত হৃদয়ে একদিন শব্দঝুড়ি রেখে বলেছিলাম
এই নে, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি!
অদ্ভুত শব্দের মিশ্রণে কত গল্প শুনিয়ে বলেছিলাম
কাঁদিসনা, এগুলো কল্পনার দস্তাবেজ!
গল্পগুলো আজ তোকে কাঁদায়না
তোর চোখে আজ ধূলো ওড়ে,
আগে সেখানে ছিল জলের বসবাস।
পরাজয় মেনে নেয়ার মতন একদিন বলেছিলাম
একশ একটা তারার আড়ালে হারিয়ে যাব, খুঁজে পাবিনা।
জলস্রোতে সমস্ত মায়া ভাসিয়ে তোর আকাশ সেদিন
লাল হয়ে ভেঙ্গে পড়েছিল বুকপকেটে।
আচ্ছা কাজলে কী এখনও ভালবাসা লেগে থাকে? নাকি,
তোর চোখে আজ ধূলো ওড়ে,
আগে সেখানে ছিল জলের বসবাস?
শহুরে মায়ায় তোর আমার শব্দ
আধেক ঘুমে মিশে যাওয়া ভোরে
বুকপকেটে রাখা রেড সিগনাল ছাপিয়ে
বসন্ত ছুঁতে চায়, পুরোনো গল্পের মতন।
তোর চোখে আজ ধূলো ওড়ে,
আগে যেখানে ছিল আমার বসবাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।