সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ সেতু ও সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এই ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করতে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্যও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে সরকার সমর্থক ছাত্র সংগঠনটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।