আমাদের কথা খুঁজে নিন

   

মহেশপুরের ৫ গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় পুলিশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তের ওপার থেকে তারকাঁটা যন্ত্রপাতিসহ ৫ বাংলাদেশী গরু ব্যাবসায়ীকে আটক করেছে ভারতের হাঁসখালী থানার পুলিশ।

আজ ভোররাতে সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতের ৫শ'গজ ভিতরে ঢোকার পর রামনগর গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া ছটু মণ্ডল, সুলতান, তুহীন এবং খোশালপুর গ্রামের বাবুল মণ্ডল ও কামাল হোসেন।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটেলিয়ানের ইন্টেলিজেন্স অফিসার ক্যাপ্টেন মাজহারুল ইসলাম জানান, বাংলাদেশী ৫ গরু ব্যবসায়ী সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতের ৫শ' গজ ভিতরে ঢুকে পড়ে। এসময় ভারতের হাঁসখালী থানা পুলিশ তাদের কাঁটাতারের বেড়া কাটা যন্ত্রপাতিসহ আটক করে। তাদের ফেরত চেয়ে সকাল সাড়ে ১১টায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠক করলেও আটককৃতদের ফেরত দেয়নি ভারতীয় পুলিশ।

পতাকা বৈঠকে বিএসএফ জানান, যেহেতু পুলিশ তাদের আটক করেছে তাই বিএসএফএর ফেরত দিতে পারবে না। আটককৃতদের ভারতের হাঁসখালী থানায় রাখা হয়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।