আমাদের কথা খুঁজে নিন

   

মহেশপুরের যুবককে আটক করেছে ভারতীয় বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তের ৫০ নং মেইন পিলারের পাশ থেকে আজ দুপুরে লাল্টু মিয়া (২২) নামে এক বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় বিএসএফ। আটক লাল্টু মিয়া মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। মহেশপুর উপজেলার যাদবপুর বিজিবির ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহজালাল জানান, দুপুর ১২টার দিকে লাল্টু মিয়া সীমান্তের ৫০ নং মেইন পিলারের কাছে পৌছালে ভারতের হরিহরপুর গ্রামের লোকজন তাকে ধরে বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ তাকে আটক করে ভারতের বাগদা থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে আজ দুপুর ১ টার দিকে সীমান্তের ৪৯ নং মেইন পিলারের নিকট বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার শাহজালাল ও বিএসএফে পক্ষে মধুপুর কোম্পানী কমান্ডার রুহিত চৌধুরী। বিএসএফে পক্ষ থেকে জানানো হয়, লাল্টু মিয়া ভারতীয় নাগরিক আসিফুল ইসলামকে মারপিট করায় গ্রামবাসী তাকে ধরে বিএসএফের কাছে সোপর্দ করে। তাই তাকে বাগদা থানায় রাখা হয়েছে। বিজিবি'র যশোর-২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত লাল্টুকে বাংলাদেশে ফেরৎ না দিয়ে ভারতের বাগদা থানায় সোপর্দ করেছে বিএসএফ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।