আমাদের কথা খুঁজে নিন

   

মহেশপুরের এবার ব্যাপক ভুট্টা আবাদ

সাংবাদিক, শিক্ষক

মহেশপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে এবার মৌসুমে ব্যাপক ভুট্টার আগাম আবাদ হয়েছে। এ অঞ্চলে আগে কখন এ ভাবে ভুট্টার চাষ হয়নি। এবার মৌসুমে চাষ ব্যাপক হওয়ায় কৃষকরা ঠিকমত মূল্য পাবে কিনা সে বিষয়ে হতাসা ব্যক্ত করছে। সরেজমিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেখা যায়, বিভিন্ন কৃষকের ভুট্টার তে পরিচর্জা করতে। এ ব্যাপারে কৃষক জাহাঙ্গীর, মতিয়ার, নওশের , সিরাজুল ইসলামের সাথে কথা হলে তারা জানান প্রায় প্রত্যেকে কম বেশি ভুট্টার আবাদ করেছে।

জানা যায় ভুট্টা, কাঠা প্রতি দেড় থেকে ২ মন পর্যন্ত হয়ে থাকে। তাতে একবিঘা জমিতে ৩০ থেকে ৪০ মন ভুট্টা পায় একজন কৃষক। কিন্তু অন্যবার ভুট্টা মন প্রত ৪ শ” থেকে ৮শ” টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এবার আবাদ ব্যাপক হওয়ায় দাম কম হবে বলে কৃষকগন মনে করছেন। তাদের ভিতরে কিছুটা হতাসা বিরাজ করছেন।

তাছাড়া কৃষকরা ভুট্টার গাছ রান্নার খড়ি হিসেবে ব্যবহার করে আবার অন্যদিকে ভুট্টা বিক্রি করে প্রচুর অর্থ পেয়ে থাকে ফলে এটা লাভজনক ফসল বলে তারা মনে করেন। বর্তমানে কৃষকরা এই চাষে বেশি ঝুঁকেছেন বিপরীতে খড়ি পাওয়ার কারনে। আবহাওয়া ভাল থাকলে ভুট্টা চাষের ফলন ভাল হয়। এ ব্যাপারে মহেশপুর উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করলে তারা জানান এ পর্যন্ত ৫ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। তবে ৮ হাজার হেক্টর ছাড়িয়ে যেতে পারে কারন আমাদের কাছে এখনও প্রচুর ভুট্টা রোপনের খবর আসছে।

গতবারের তুলনায় এবার দ্বীগুন ছাড়িয়ে যাবে এবং দামও কম হওয়ার সম্ভবনা নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।