নিয়োগ পরীক্ষায় দুর্নীতির মামলায় পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ পাঁচজনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। চট্টগ্রামের মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাবুন্যাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমান আজ বুধবার এ মামলায় অভিযোগ গঠন করে ২৪ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ ঠিক করে দেন।
অভিযুক্ত বাকি চারজন হলেন- পূর্ব রেলের জ্যেষ্ঠ ‘ওয়েলফেয়ার অফিসার’ গোলাম কিবরিয়া, অতিরিক্ত প্রাধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান এবং নিয়োগ প্রত্যাশী আবুল কাশেম ও আনিসুর রহমান।
পূর্ব রেলে 'ফুয়েল চেকার' নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০১২ সালর ১০ সেপ্টম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন। নম্বর ফর্দে ঘসামাজা করে উত্তীর্ণ ব্যক্তিকে অনুত্তীর্ণ এবং অনুত্তীর্ণকে উত্তীর্ণ দেখানোর অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।