আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজত জামায়াতেরই ছায়া: তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামী কোনো ঈমানী আন্দোলন করছে না। আর দেশে ‘নাস্তিকরা’ কোনো সংগঠন করে কারো উপর হামলাও চালাচ্ছে না।
“যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে জামায়াত-শিবির যে চক্রান্ত ও ষড়যন্ত্রের রাজনীতি করছে সেই চক্রান্ত ও ষড়যন্ত্রমূলক রাজনীতির সমান্তরালে ছায়ার মতো আন্দোলন করছে হেফাজতে ইসলাম। ”
যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ফেব্রুয়ারির শুরুতে শাহবাগে গণআন্দোলনের সূচনা হয়। সেই আন্দোলনের সংগঠক ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যা দিয়ে আন্দোলনে নামে চট্টগ্রামভিত্তিক সংগঠন হেফাজত।


কথিত ‘নাস্তিক’ ব্লগারদের মৃত্যুদণ্ডসহ ১৩ দফা দাবিতে গত ৬ এপ্রিল রাজধানীতে মহাসমাবেশ করে তারা, যেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন নারী সাংবাদিকরা।
হেফাজতে ইসলামের আগামী ৫ মের ঢাকা অবরোধ কর্মসূচি নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করেন মন্ত্রী।
ঢাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহারের জন্য হেফাজত নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
হাসানুল হক ইনু বলেন, মাদ্রাসাভিত্তিক এই সংগঠনটি ইসলামকে নিয়ে মাথা ঘামাচ্ছে না, তারা রাজনীতি করছে।
“ইসলামকে নিয়ে মনগড়া কথা বলে তারা রাজনীতিতে নেমেছে,” বলেন তিনি।


তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ইসলামসহ কোনো ধর্ম বিপদে নেই, সংবিধানই ধর্ম রক্ষা করছে।
ইসলাম বিপদে রয়েছে বলে হেফাজত যে  ধোঁয়া তুলছে তা মিথ্যাচার উল্লেখ করে তিনি বলেন, “আমি আল্লামা আহমেদ শফিকে বলছি পাপ ও অন্যায় কাজ হচ্ছে। ”
তিনি বলেন, কোনো ব্যক্তি ইসলামকে অপমান করে কথা বললে সরকার তাদের আটক করে বিচারের মুখোমুখি করছে।
হেফাজতে ইসলাম ধর্ম নিয়ে কথা বললেও সাইদীর চাঁদে যাওয়া, বায়তুল মোকাররমে জায়নামাজ পোড়ানো, ট্রেনের ফিসপ্লেট খুলে নাশকতা, কাবা শরিফের গেলাব নিয়ে আমার দেশ পত্রিকার অপপ্রচার নিয়ে কোনো বক্তব্য না দেয়ায় তাদের সমালোচনা করেন মন্ত্রী।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.