আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার জগৎ এর চলতি সংখ্যায় লীড নিউজে এতবড় ভূল?????

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই ডিসেম্বর ২০১২ সংখ্যার কম্পিউটার জগতের কাভার স্টোরী হলো "ই-বানিজ্য, দুয়ার খুলেছে নতুন সম্ভাবনার" সেখানে বাংলাদেশে ইবানিজ্যের ইতিহাস, কার্যক্রম, কিভাবে শুরু করা যেতে পারে ইত্যাদি বিষয় গুলো চমতকার ভাবে বর্ননা করা হয়েছে। সমস্যা করেছে ওয়েব সাইটের ঠিকানায়, প্রথমেই দেয়া হয়েছে hvbebazaar.com যেটি আজ থেকে ৩ বছর আগে বন্ধ হয়ে গেছে, রয়েছে arongbd.com যারা তাদের ওয়েব সাইট বন্ধ করে দিয়েছে। flowersgiftsbangladesh.com নামে কোনো ওয়েবসাইট নেই আগে হয়তো কোনো কালে ছিলো, ডোমেইনটি এখন খালি আছে কেনার জন্য। এতো বড় একটি নিউজ করার পূর্বে আরো বেশি স্টাডী করা সহ প্রতিটি জিনিস ভালো মতো চেক করে নেয়াই মনে হয় বুদ্ধিমানের কাজ ছিলো। লেখায় বইমেলার ফরিদ ভাই এর নাম এসেছে দেখে ভালো লাগলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.