দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেওয়ার প্রতিবাদে সারাদেশে চলছে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল। তবে হরতালের কোনও প্রভাব দেখা যায়নি রাজধানীতে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে জামায়াতের হরতাল। তবে সকাল থেকে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করতে দেখা গেছে।
এর আগে গত সোমবার হরতালের ডাক দিয়েছিল দলটি। তবে বিশ্ব এজতেমা ও হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার জন্য ঘোষিত কর্মসূচি দু’দিন পিছিয়ে বৃহস্পতিবার পালন করার সিদ্ধান্ত নেওয়া দলের পক্ষ থেকে। এই হরতালের প্রচারণায় ফেসবুকে বিজ্ঞাপন দেয় দলটি। এই বিজ্ঞাপনে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হরতাল ডেকেছেন বলে জানানো হয়।
তবে হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রীদের গঙ্গাস্নানের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।