নতুন লিখালিখি করি ভুল হোলে ক্ষমা করবেন
আজ পৃথিবী ২ টি শ্রেণীতে বিভিক্ত। আজ বললে ভুল হবে এই বৈষম্য আদি কাল থেকেই ছিল। একদল সব কিছু ভোগ করবে আর আরেক দল বঞ্চিত হবে। একদলের কৃপায় আর একদল বেঁচে থাকবে। তারা দানের নামে ভিক্কা দিবে আর সেই ভিক্কা নিয়ে আর একদল বেঁচে থাকবে।
ভিক্কুক আজিবন ভিক্কুক থাকবে আর মজার বেপার হল ভিক্কার নামে দান করে আর এক দল হাতেম তাই এর খাতায় নাম লিখাবে। তারা জাকাত দিবে এই পরিমানে যেন সেই তার অভাভ দূর না করে পুনঃরাই তার কাছে পরের বছর জাকাত নিতে আশে। তাকে স্বাবলম্বী করা ত দূর এই ভণ্ডামির জাকাত তাকে আরও গরিব বানিএ দেয়। আজ পর্যন্ত খুব বুলি আওরানো মানুষ আমি দেখেছি, যারা কথায় কথায় সমাজ পরিবরতনের কথা বলে। কথায় কথায় কোরানের আয়াত বলে কিন্তু মানুষ কে দান করার শময় ফুটা থালাবাটি আর পুরানো ছেরা কাপড় দান করে।
ইসলাম যদি এই শিক্ষা দেয় তাহলে সেই ইসলাম আমাদের জন্নে নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।