অনেক অ্যাপলিকেশন/ইনফরমেশন ফর্মে নাম-পরিচয় লেখার সিক্যুয়েন্সটা থাকে এরকম:
১. নাম:
২. পিতার নাম/স্বামীর নাম:
তারমানে আমি যদি পুরুষ হই তাহলে আমার নাম লিখার পর আমার পিতার নাম লিখব (আমি বিবাহিত হই আর অবিবাহিত-ই হই)। অন্যদিকে একটা নারী নিজের নাম লিখার পর অবিবাহিত হলে লিখবে পিতার নাম আর বিবাহিত হলে লিখবে স্বামীর নাম।
নারীর ক্ষেত্রে এই নিয়ম কারণ বিয়ের আগে বাবা থাকে তার গার্জিয়ান, আর বিয়ের পর স্বামী। কিন্তু এই মান্ধাতা আমলের নিয়ম কি আর খাটে? সমাজ বদলেছে না? নারীরা এগিয়ে এসেছে না অনেক দূর? এখন কি স্ত্রীর পরিচয়ে স্বামীর পরিচয় হয় না, আইমিন, স্ত্রী তার স্বামীর গার্জিয়ানের ভূমিকা পালন করছে না?
আমার মনেহয় সিস্টেমটা চেঞ্জ করা উচিত। ফর্মে নাম-পরিচয়ের এই মান্ধাতা আমলের নিয়ম বাদ দিয়ে নতুন করে শুরু করা উচিত এই ভাবে:
১. নাম:
২. পিতার নাম/স্বামীর নাম/স্ত্রীর নাম:
অর্থাৎ, অবিবাহিত নারী-পুরুষ নামের পর তার পিতার নাম লিখবে। আর বিবাহিত নারী পিতার নামের পরিবর্তে যেভাবে স্বামীর নাম লেখে, বিবাহিত পুরুষও একই ভাবে পিতার নামের পরিবর্তে লিখবে স্ত্রীর নাম। কেননা, বিয়ের পর স্বামী-স্ত্রী দু’জনই তো দু’জনের গার্জিয়ান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।