আমাদের কথা খুঁজে নিন

   

সারা রাত নিঃসংগ তরুনীর ঘরে বন্ধী থেকে বলছি- আমাকে কেউ ভালোবেসোনা।

তুমি ক্ষমাশীল হও, সৎ কাজের আদেশ কর, আহাম্মকদের থেকে দূরে থাকো. -সুরা আরাফ, আয়াত.১৯৯







নিচের লিংকে যানঃ
অচেনা বিছানায় চুরি সম্মান বা এই আমরা।


















অনেক দিন লিখি না কিছুই। অনেক গুলো লেখার অর্ধেক ড্রাফ্ট করে রেখেছি, জানিনা লেখা গুলো কোন দিন পূর্নতা পাবে কিনা। মাঝে মাঝে খুব ইচ্চে হয় লিখি। লেখা হয়না।

ব্লগেও হয়তো এখন আর কেউ আমাকে চেনেনা। আমজনতারা তো চেনা গোন্ডির বাইরেই থাকে। কি কারনে লিখিনা এই প্রশ্নের উত্তর আমার নিজেরও জানা নেই। বলতে হয় এমনিই লিখিনা। আমার এই রিপোষ্ট টি পড়ে অনেকে কিছুটা বিরক্ত হবেন।

বিরক্ত আমি নিজেও আমার উপর। সেই চিরো চেনা এই আমি আজকাল নিজের কাছেই হারিয়ে গেছি। সকাল বিকেল সাইক্রাটিক্স দেখানোর মতন অবস্হা। তবুও স্বপ্ন বেচে থাকে রক্তের ভেতরে থেকে যাওয়া লেখার বাসনা আমাকে তারা করে। লেখাটাই একদিন বাচিয়ে রেখেছিলো আমাকে।

যানিনা আবার আগামীতেও এই লেখাই আমাকে টেনে তুলবে কিনা। ভালো থাকবেন শুভ কামনা।



ফেইস বুকে আমার পেইজ দেখতে চাইলে নিচের লিংকে যানঃ

View this link


আমার রিসেন্ট একটি লেখাঃ
দাম্পত্য বা সপ্নের শহর।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.