ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে বৃহস্পতিবার গভীর রাতে জলদস্যুরা বেশ কয়েকটি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে ৭ জেলেকে অপহরণ করেছে। এদের মধ্যে মতিন মাঝি, জাহাঙ্গীর মাঝি, সফিক মাঝি ও মঞ্জুর মাঝির নাম জানা গেছে। তজুমদ্দিন মাছ ঘাটের মাছ ব্যবসায়ী আজাদ মিয়া জানান, তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর বাসনভাঙ্গা চরের জলদস্যু রুবেল বাহিনীর সদস্যরা মেঘনা নদীতে হামলা চালিয়ে অন্তত ২০টি ট্রলারে লুটপাট করে। এ সময় যেসব ট্রলারে মাছ পাওয়া যায়নি সেসব ট্রলারের জেলেদের বেধড়ক মারধর করে। এতে অন্তত ২০ জেলে আহত হয়। তিনি আরও জানান, অপহরণকৃত ৭ জেলের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে মুক্তিপণের জন্য একটি বিকাশ নাম্বার দিয়েছে জলদস্যুরা। নিরাপত্তার কথা চিন্তা করে জেলেরা বিষয়টি পুলিশকে জানায়নি । এ ব্যাপারে তজুমদ্দিন থানার ওসি সুলতান মাহামুদ জানান, কেউ থানায় অভিযোগ করেননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।