ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নড়াইলে ছাত্রলীগের দুই গ্রুপে এবং দিনাজপুরে ধান কাটা নিয়ে সংঘাত, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন সাতজন।
ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার সেন্দা-শিলাউর গ্রামের সাধুর গোষ্ঠী ও লাডুর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত একজনের মঙ্গলবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার নাম জমসেদ। গাইবান্ধা : পলাশবাড়ীর দক্ষিণপাড়া কদলতলী গ্রামের মাজেদ ও মিজানের জমি নিয়ে সংঘর্ষে আহত সাদা মিয়া গতকাল রংপুর মেডিকেলে মারা যান। সাদা মিয়া একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। নড়াইলে : সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজী আল মামুনের সঙ্গে ছাত্রলীগ নেতা শাহিন আহম্মেদের লোকজনের গতকাল সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হয়েছেন। দিনাজপুর : বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে পিতা-পুত্র আহত হয়েছেন। সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন গ্রামে এ ঘটনা ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।