অপারেশন কুয়েত পুনর্গঠনের (ওকেপি) অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৭৫ জন সদস্য গতকাল কুয়েত গেছেন। দুপুরে কুয়েতের একটি নিয়মিত বিমানে করে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশের উন্নয়ন এবং বিভিন্ন প্রয়োজনে কুয়েতের জনগণ ও সরকার সব সময় পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশও বন্ধুত্বের হাত প্রসারিত করেছে সব সময়। কুয়েতকে বৈদেশিক আগ্রাসন থেকে মুক্ত করতে ১৯৯১ সালে উপ-সাগরীয় যুদ্ধে বহুজাতিক বাহিনীর অধীনে বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে যা দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতিতে নতুন মাত্রা যোগ করেছে। উপ-সাগরীয় যুদ্ধের পর হতে অপারেশন কুয়েত পুনর্গঠনের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়েত সরকারকে সহযোগিতা করে আসছে। উল্লেখ্য, এ পর্যন্ত মোট ১৫ হাজার ৭৫১ জন সেনাসদস্য অপারেশন কুয়েত পুর্নগঠনে অংশ নিয়েছে। বর্তমানে ৪ হাজার ৯৫ জন সেনাসদস্য অপারশেন কুয়েত পুর্নগঠনে কর্মরত আছেন। অপারেশন কুয়েত পুর্নগঠনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কর্তব্যনিষ্ঠা, দায়িত্বশীল ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে এ বাহিনীর সুনাম আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।