আমাদের কথা খুঁজে নিন

   

২৭৯ টাকার ওষুধ ৭৮০

মেহেরপুর জেনারেল হাসপাতাল গেটে মেহেরুল্লা ফার্মেসির বিরুদ্ধে রোগীর স্বজনদের ঠকিয়ে ২৭৯ টাকার ওষুধ ৭৮০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। শহরের তাঁতিপাড়ার সৈয়দ আবদুল্লাহ বাপ্পি মেহেরপুর জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ বিভিন্ন দফতরে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে জানা গেছে, সোমবার তাঁতিপাড়ার বাপ্পির স্ত্রীর সনিয়াকে ডেলিভারির কারণে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন বাপ্পি হাসপাতাল গেটের মেহেরুল্লা ফার্মেসি থেকে কয়েকটি প্রয়োজনীয় ওষুধ কেনেন। পরে শহরের অন্য কয়েকটি দোকানে ওষুধের মূল্য যাচাই করে তিনি জানতে পারেন ২৭৯ টাকার ওষুধ ৭৮০, ১২ টাকার ইনজেকশন ১০০ টাকাসহ বিভিন্ন ওষুধের মূল্য কয়েক গুণ বেশি নেওয়া হয়েছে। মেহেরুল্লা ফার্মেসির মালিক মিয়া বলেন, ইনজেকশন ইফিড্রিনের দাম ১২ টাকা হলেও এখানে তা বিক্রি হয় ২০০-৪০০ টাকায়। তিনি আরও বলেন- 'লিখবেন লিখেন, একটু ভালো করে লিখেন। আমার কিছু হবে না, ক্ষণিকের অপমান-অপদস্থ আর কিছু না।'

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.