আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়া ও জাতিয়তাবাদী সৈনিকদের কাছে প্রশ্ন।কেনো আপনাদের ডিকটেট করা যাবেনা যুদ্ধাপরাধীদের প্রশ্নে??

অনেস্টি ইজ দ্যা বেস্ট পলেসি~~★☆

কে কাকে নিয়ে রাজনিতী করবে এটা ডিকটেট করার অধিকার যদি কারো না থাকে ,তাহোলে বলতেই হোচ্ছে আপনাদের কোন রাজনিতী করার অধিকারই নেই স্বাধীন -সার্বভৌম বাংলাদেশে।

আমাদের মত লক্ষ-কোটি বাঙ্গালীর রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আমাদের মা ,বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই সোনার বাংলা। কারো দয়ায় কিংবা কোন আলাপ আলোচনার মাধ্যমে জন্ম নেয়নি রক্তস্নাত এই বাংলাদেশ।

আর কাউকে জবাব না দিলেও মুক্তিযুদ্ধের প্রতিটি উত্তরশুরিকে জবাব দানে বাধ্য বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল।

হোক সেটা জাতির জনক বঙ্গবন্ধু~ শেখ মুজিবুর রহমানের`~"আওয়ামী লীগ "কিংবা সেক্টর কমান্ডার "মেজর জিয়ার"~বাংলাদেশ জাতিয়তাবাদী দল~
কাজেই চোর ,ডাকাত,সন্ত্রাসী,দূর্ণিতীবাজ,রাজাকার,আলবদর,আল সামশ ও সর্বোপরি যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনিতী করার কোন অধিকার নেই কোন দলের। সোজা কথায় শেখ হাসিনা বা খালেদা জিয়ার।

খুব অতি নিকটের ইতিহাস ভুলে গেলে চলবেনা। বাংলাদেশ আঃ লীগ যখন খেলাফত মজলিশের সাথে চুক্তি করে নির্বাচন করার কথা ভাবছিলো,তখন আমাদের মত সাধারণ মানুষেরা গর্জে উঠেছিলো। এমনকি আঃ লীগের ভেতর থেকেই প্রতিবাদের ঝড় উঠেছিলো।


অথচ এখন বিএনপির অভ্যন্তরে থাকা মুক্তিযোদ্ধারাই রাজাকারের সাথে রাজনিতী করাকে চ্যালেন্জ করতে পারছেন-না। ধিক জানাই আমি সেই সকল মুক্তিযোদ্ধাদেরকে ,যারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য ৭১-এর সেই মা ,বোনদের যারা তুলে দিয়েছিলো পাক সেনাদের হাতে তাদের পক্ষে দাড়িয়ে কথা বলে।

বাংলার মাটিতে রাজনিতী,কিংবা ব্যাবসা বানিজ্য যা করতেই চান-না কেনো। বাংলার মানুষের দাবী মেনেই তা করতে হবে ,এর কোন বিকল্প বা আলাপ আলোচনার সুযোগ নেই। যদি তা না পারেন তাহোলে অলাইকুম সালাম বলে বিদায় নিতে পারেন।



আমাদের দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়ে কোন রাজনিতী করার অধীকার কারো নেই।
পাকিস্তান কিংবা ভারতের পারপাস কিংবা স্বার্থ উদ্ধার করার জন্য যদি কেউ রাজনিতী করতে চান তাহোলে সেই দেশে গিয়ে করুন।

বাংলার প্রতিটি ইন্চি মাটি রক্তের বিনিময়ে অর্জিত। বাংলাদেশের স্বার্থে ,বাংলার মেহনতি জনতার স্বার্থেই সব কিছু সবাইকে করতে হবে। হোক সেটা জিয়া পরিবার কিংবা বঙ্গবন্ধু পরিবার।



জয় হোক মেহনতি মানুষের-জয় বাংলা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.