আমাদের কথা খুঁজে নিন

   

‘সংসদে এসে সিটে থাকলেই লাভ’

সংসদকে কার্যকর, প্রাণবন্ত ও জনগণের প্রত্যাশা পূরণে যথাযথ ভূমিকা রাখতে সাংসদদের সহযোগিতাও চেয়েছেন তিনি।

রোববার সংসদ ভবনের শপথ কক্ষে দশম সংসদের নব নির্বাচিত সদস্যদের পরিচিতি অনুষ্ঠানে শিরীন শারমিন একথা বলেন।

তিনি বলেন, “অনেক সময় দেখা যায় আপনারা কথা বলে হয়তো লবিতে গেলেন, ঠিক সেই সময়ে সংসদে কোনো বিষয় নিয়ে তোলপাড় শুরু হলো। এখানে প্রতি মুহূর্তে আলোচনার পরিবর্তন ঘটে। সংসদের প্রতিটি মুহূর্ত একজন সংসদ সদস্যের জন্য অমূল্য।

স্পিকার বলেন, প্রশ্নোত্তর চলার সময় অনেক সাংসদ হাত তোলেন। স্বরাষ্ট্র মন্ত্রীকে অনেকে প্রশ্ন করতে চান।

“সবাইকে আমি সেই সময় সুযোগ দিতে পারি না। কিন্তু পরে যখন সুযোগ থাকে তখন তাকে সিটে দেখতে পাই না। সিটে থাকলে কথা বলার সুযোগ বেশি পাবেন।

গত বৃহস্পতিবার অধিবেশন চলাকালে নিজের প্রশ্নটি উত্থাপন করেই লবিতে চলে যান স্বতন্ত্র সাংসদদের জোট নেতা হাজী সেলিম। গায়িকা মমতাজ বেগমকেও দেখা যায় সংসদ কক্ষ ছেড়ে যেতে। এসময় অনেককেই নিজের আসন ছেড়ে অন্যের আসনে উঠে গিয়ে গল্প করতে দেখা যায়। আবার অনেকেই কিছুক্ষণ সংসদে বসে থেকে উঠে চলে যান।

অনুষ্ঠানে নতুন সাংসদদের গ্রন্থাগার ব্যবহারের আহ্বান জানিয়ে স্পিকার বলেন, “লাইব্রেরিতে পুরনো প্রসিডিংস আছে।

সেগুলো আপনারা দেখতে পারেন। একইসঙ্গে স্থপতি লুই কানের অনন্য সৃষ্টি এই সংসদ ভবন ঘুরে দেখতে পারেন। ”

সংসদ পরিচালনায় সব সদস্যের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আশাকরি আপনাদের অব্যাহত সহযোগিতায় দশম সংসদ কার্যকর, প্রাণবন্ত এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে সচেষ্ট হবে। ”

সংসদ সচিবালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সচিব মো. আশরাফুল মকবুল। দশম সংসদে প্রথমবার আসা ৫০জন সংসদ সদস্য এই অনুষ্ঠানে অংশ নেন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, মো. শাহাব উদ্দিন ও শহীদুজ্জামান সরকার এ সময় উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.