আমাদের কথা খুঁজে নিন

   

আমরা বাঁশ খাই, আসো তোমাদের ও ফ্রিতেই খাওয়াই :'( :'(

To love what you do or to do what you love is the question to be answered!



আমাগের অবস্থা ঐ লেঞ্জা কাঁটা শিয়ালের মতই রইয়া গেল। আমার লেঞ্জা কাঁটা গেল, তোর লেঞ্জা থাইকা লাভ কি???

আয়, তোর টা ও যাতে কাঁটা পড়ে হেই ব্যবস্থা করি। এর লাইগা কি কি করতে হইব তার আবার শিখাইয়া ও দেওয়া হইব। কিন্তু, নিজের নাক কাইটটা হইলেও পরের যাত্রা পণ্ড করতেই হইব। এই বিষয়ডা আমার আবার খুব ভালা লাগে।

মাইনশে কিছু খারাপ করল, আমারে তাক্র লগে পাল্লা দিয়া আরেক ডিগ্রি উপরে উইঠা এমন কিছু করতে হইব যাতে ও আর আমারে টপকাইতে না পারে।
আমার তো মনে কয় এই না হইলে মানসিকতা।

জীবনের মূলমন্ত্র এইরকম ই হইতে হইব "কিয়ের আবার বিচার-বিবেচনা, মাইরা কাইটা যেমনেই হউক আমারেই আগে যাইতে হইব"।

যাউকগা, এইসব পুরান কতা কইয়া লাভ নাই, আসেন অন্যভাবে দেহি কি করা যায় ...

আমাগের এই দ্যাশ একখান সংসারের মতই। যারে, আমরা পরিবারের লোকেরা মিলা পাঁচ বছরের লাইগা দিই ভালা-মন্দ দেখনের জইন্য।

কিন্তু, আমরা পাই খালি হতাশা আর জোচ্চুরি।
কিন্তু, এইডা যদি আমাগের সংসারের বড়কর্তা আর অইন্য কর্তারা একটু বুঝত, যে বড়কর্তা কামাই কইরা (মানে ধারকর্জ, বাইরের দানসত্র থাইক্কা ধার লইয়া আর সংসারের মাইনশের উপরি কামাই নিয়া) যাই আনুক হেইডার লগে পাতিকর্তারা যদি ইটটু হইলেও তাকাইত তাইলেই এই টানাটানির সংসার সমান সমান চইলতে পাইরত। কিন্তু, আল্লায় চাইলে বড়কর্তা সংসারের ক্ষমতায় থাইকলে পাতিকর্তা হের পকেট মারে, আর পাতিকর্তা ক্ষমতায় আইলে আগের বড়কর্তা একই কাম করে। আর, সংসারের মানুশগুলান হইতাছে আহাম্মক আর সরল সোজা।


আমার নিজের মনে হইতাসে, এই সংসারে রাজনীতির আর দরকার নাই, দরকার অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, শক্তিশালি পররাষ্ট্রনীতি, আর নিজের সংসারের ভালো কেমনে হইব সেই দিকে একটু বেশি নজর দেওয়া।

তাইলেই আর কুনো সমস্যা থাইকব না।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.