আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবসায়ীর কব্জি কেটে দিল ছাত্রলীগ

টাঙ্গাইলে পূর্বশত্রুতার জের ধরে মাটি ব্যবসায়ীর দুই হাতের কব্জি কেটে দিয়েছে এক ছাত্রলীগ নেতা। সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রোমান মিয়া গতকাল সকাল সাড়ে ১০টায় চর পাকুল্লার মাটি ব্যবসায়ী আমির হামজার কব্জি কেটেছেন বলে অভিযোগ উঠেছে। টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আমির হামজা জানান, সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রোমান অতর্কিত হামলা চালিয়ে তার হাতের দুই কব্জি কেটে ফেলেন। দায়িত্বরত চিকিৎসক ডা. স্বপন ভট্টাচার্জ জানান, আমির হামজার বাম হাতের কব্জি একেবারেই পড়ে গেছে। ডান হাতের কব্জিটি টিকে থাকার সম্ভাবনা কম। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক শামীম আল মামুন জানান, কব্জি কাটার বিষয়টি আমি জানি না। তবে রোমান মিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে তিনি স্বীকার করেন। এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.