রাজধানীর কেরানিগঞ্জ ও পশ্চিম রামপুরা থেকে ২০ প্রতারককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, একটি শ্যুটার গান, এক রাউন্ড গুলি, পাঁচজোড়া হাতকড়া, তিনটি ওয়াকিটকি, তিনটি স্পিকার ও দুটি সিগন্যাল ড্রেস জব্দ করা হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছে, এই ২০ জন দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন। তাদের মধ্যে ১৪ জনকে মিরপুর মডেল থানা পুলিশ কেরাণীগঞ্জ এবং অন্যদের পশ্চিম রামপুরা থেকে ডিবি পুলিশ আটক করেছে।
সোমবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।