বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক
স্নো রুলার একটি বিরল আবহাওয়া ফেনমেনন (ঘটনা) । যেখানে প্রাকৃতিকভাবে রবফ জমে সিলিন্ডারের আকৃতি ধারন করে এবং একাকী ভূমির উপর বাতাসের সাহায্যে চলতে থাকে । ভূমির উপর চলার সময় বিভিন্ন দ্রব্যাদির সংগ্রহে একসময় মানুষের তৈরি স্নোবলের আকার ধারন করে । দেখতে একরকম হলেও মানুষের তৈরি স্নোবল আর প্রাকৃতিকভাবে তৈরি স্নো'বল এক নয় । প্রাকৃতিক ভাবে তৈরি স্নো'বল আকৃতিতে সিলিন্ডারের মত যার ভিতরের অংশ ফাপা থাকে ।
তুষার এবং দ্রুতগতির বাতাসের কারণে স্নো'বলের সৃষ্টি হয়ে থাকে । যা উত্তর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে দেখা যায় । সৃষ্টির সময় স্নো বলের আকার থাকে টেনিস বলের চেয়েও ছোট যা ক্রমান্বয়ে বড় হতে হতে ২ ফুট ব্যস আকৃতির হয়ে থাকে ।
আসুন এই চমৎকার চোখ জুড়ানো স্নো'বলের কিছু ছবি দেখি যা নেট থেকে সংগৃহিত । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।