সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যার দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনও বিচার পাওয়া যায়নি। প্রশাসন গ্রেফতার করতে পারেনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের। এদিকে প্রিয় সন্তানকে হারানোর শোক কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না মা-বাবা। আর ছোট্ট মেঘ আজও খুঁজে ফিরছে না ফেরার দেশে চলে যাওয়া তার বাবা-মাকে। তবে এতো দিনন পেরিয়ে যাওয়ার পর এখনও এই হত্যাকাণ্ডের বিচার না পাওয়া ক্ষুদ্ধ সাগর-রুনির পরিবার, স্বজনসহ সাংবাদিকরা।
সাংবাদিকরা দেশের বিভিন্ন জেলায় হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও সমাবেশ করছেন।
'কবে পাবো বিচার' এ প্রশ্ন রেখে আজ মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে সংক্ষুব্ধ নোয়াখালীবাসী ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। বেলা সাড়ে ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নিয়েছেন নোয়াখালীতে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সমাবেশে বক্তব্য দিয়েছেন- নয়া সংবাদ পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, আমার সংবাদ পত্রিকার সম্পাদক জামাল হোসেন বিষাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিভিন্ন সময় রাজনৈতিক সহিংসতার নামে সাধারণ মানুষকে হয়রানী করা হচ্ছে।
হাঁস চোর, বাঁশ চোর ও মুরগি চোরের বিচার হচ্ছে। অথচ দীর্ঘ দুই বছর পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার তো দূরের কথা এর সঠিক তথ্য পর্যন্ত উদঘাটন হয়নি। এতে সর্বস্তরে প্রতিয়মান হয়, এ হত্যাকাণ্ডের সাথে সরকারেরও ইন্ধন রয়েছে।
তারা বলেন, যদি সরকারের কোনও ইন্দন না থেকে থাকে তাহলে দ্রুত এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।