আমাদের কথা খুঁজে নিন

   

‘নতুন নির্বাচনের পক্ষে বেশিরভাগ মানুষ’

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত ওই জরিপে বলা হয়, ৫৯ শতাংশ বাংলাদেশি মনে করেন দেশ ভুল পথে এগোচ্ছে। আর ৩৫ শতাংশের মতে দেশ সঠিক পথেই রয়েছে।

যুক্তরাষ্ট্রের কট্টরপন্থীদের দল রিপাবলিকানদের সংস্থা আইআরআইয়ের পরিচালিত ওই জরিপে অংশ নেয়া বেশিরভাগ বাংলাদেশি দেশের অর্থনীতি নিয়েও হতাশা প্রকাশ করেছেন। আগামীতে পরিস্থিতি আরো খারাপ হবে বলে ৬০ শতাংশ মানুষ আশঙ্কা করছেন।

সহিংসতার বিষয়ে উদ্বেগ আরো বেশি।

জরিপে ৭১ শতাংশ মানুষ মনে করেন আগামী বছরে পরিস্থিতির আরো অবনতি হবে।

অধিকাংশ বাংলাদেশিই নতুন নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। ৫৭ শতাংশ মানুষ আগামী ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ৩৪ শতাংশ মানুষ নতুন সরকারের মেয়াদ পূর্তির পক্ষে বলেছেন।

বিএনপি নেতৃত্বাধীন জোটের ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ঠিক ছিল না বলে ৫২ শতাংশ মানুষ মনে করেন।



দ্বৈবচয়ন পদ্ধতিতে ১৮ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সী দুই হাজার ৫৫০ জন প্রাপ্তবয়স্ক বাংলাদেশির মধ্যে গত ১২ থেকে ২৭ জানুয়ারি এ জরিপ চালানো হয়। দেশের সাতটি বিভাগেই এই জরিপ চালানো হয়।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফআইডির অর্থায়নে এ জরিপ পরিচালিত হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.