ভ্যালেন্টাইনস ডে'র দিনে বেশিরভাগ ছেলেই কনফিউজড থাকে তার ভালোবাসার মানুষের জন্য কি গিফট কিনবে অথবা তাকে নিয়ে কি করবে, কোথায় ঘুরতে যাবে। সেসব ভাই/বন্ধুদের জন্য আশিক আহমেদ বাপ্পীর ভ্যালেনটাইন টিপস:
১। চিঠি - আজকাল আর কেউ চিঠি লেখেনা। সবাই ই-মেইল/এসএমএস/ফেসবুকে ভালোবাসার মানুষকে উইশ করে ফেলে। সুতরাং আপনি চিঠি লিখতে পারেন, কিছুটা ব্যাতিক্রম হবে।
তার আগে জেনে নিন আপনার প্রিয় মানুষটার প্রিয় রং কি। বেশিরভার মেয়েদের প্রিয় রং সবুজ/নীল। সো সবুজ/নীল কালিতে মাঝরাতে প্রচন্ড আবেগ নিয়ে চিঠিটি লিখুন। আজেবাজে বেশি কথা লিখবেন না। জাস্ট অল্প কথায় আপনার ফিলিংস লিখে ফেলুন।
তারপরে সবুজ/নীল খামে প্যাকেট করে ফেলুন।
২। চকলেট - পৃথিবীতে এমন মেয়ে কম পাওয়া যাবে যারা চকলেট পছন্দ করেনা। ভালো ব্র্যান্ডের এক প্যাকেট চকলেট কিনে ফেলুন।
৩।
কার্ড - ভালো দেখে একটা কার্ড কিনুন। হলমার্কস থেকে কিনতে পারেন। কার্ডের উপর নিজে থেকেই কিছু একটা লিখুন অথবা কোন কবিতার কিছু লাইন লিখে দিন। যেমন--
উষাকে -
যার জন্য অষ্টপ্রহর কষ্টে থাকি। ভালোবাসা দিবসের ভালোবাসা নিস।
অথবা-
উষা,
আমার ঈশ্বর জানেন, আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।
"জাস্ট নিজে গুছিয়ে নিজের কিছু আবেগ ভালোবাসা প্রকাশ করুন। "
৪। ডলস/টেডি - মেয়েরা টেডি বিয়ার খুব পছন্দ করে।
কিন্তু আপনি যদি আগে তাকে তিন/চারটা টেডি দিয়ে থাকেন তাহলে এবার আর টেডি দেয়ার দরকার নাই। এবার অন্য কিছু কিনে দিন। ধরেন একটা দোলনা, দোলনার মাঝে দুজন। অথবা একটা ছোট পালকি কিনতে পারেন। পালকির মাঝে বউ।
৫। ফুল - ভ্যালেনটাইনস ডে অথচ ফুল দিবেন না। এটা কি হয়?? ছোট বড় মাঝারি সাইজের অনেকগুলা লাল গোলাপ কিনুন।
তারপর সবকিছু সুন্দর করে একটা ঝুরিতে প্যাকেট করুন। সেখানে কিছু গোলাপ পাপড়ি ছিটিয়ে দিন।
আই হোপ সি উইল লাভ ইট। তারপরে তাকে নিয়ে রিকশায় ঘুরে বেড়ান। ভালো কোথাও খেতে যান। তার হাত ধরে থাকুন, চোখের দিকে তাকিয়ে বলুন - আই লাভ ইউ। আই লাভ ইউ।
"বিবাহিত ভাইদের জন্য আসলে তেমন কোন টিপস নাই। জাস্ট কিপ ইট সিম্পল। স্ত্রীর পছন্দের কালারের ভালো একটা শাড়ি কিনুন আর কিছু ফুল। রজনীগন্ধা, গোলাপ, ডেইজি এসব মিলিয়ে কিনুন। তারপর রাতে স্ত্রীকে নিয়ে ভালো কোন রেস্টুরেন্টে ডিনারে যান।
ক্যান্ডেল লাইট ডিনার। ডিনারের সময় টুকটাক পুরানো কথা বলুন। প্রথম দেখার দিনের, প্রথম ঘুরতে যাওয়ার। জাস্ট প্রথম দিকের কিছু স্মৃতিচারন করুন। সি উইল লাইক ইট।
ডিনারের পরে তাকে নিয়ে রিকশায় ঘুরুন অথবা লং ড্রাইভে যান। ঘুরাঘুরির এক পর্যায়ে তার চোখের দিকে অপলক তাকিয়ে বলুন - আই লাভ ইউ। "
সবাইকে শুভেচ্ছা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।