For those, who stay abroad.
এক ধরনের কারাবাস যাপন করছি। কারাগারের মতই তো: খাওয়া- দাওয়া, ঘুম আর কাজ । হ্যাঁ; এর বাইরে আর কিছুই তো দেখছি না। কোন বিনোদন নেই। গল্প করার জন্য মন মত মানুষ পাই না , তাই একা একা থাকি।
একা একা থাকতে থাকতে, ক্যাট ক্যাট স্বভাবের হয়ে গেছি। এটা দেশে যাবার পর টের পেলাম । ছুটি ছিল ৬য় মাসের । ১ম মাস ভালই কাটিয়ে দিলাম ,ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরা ঘুরি করলাম। ২য় মাস থেকে আর কাউকে ভাল লাগে না।
ছেলে মেয়েরা আমাকে সহ্য করতে পারে না, আমি ছেলে মেয়েদের সহ্য করতে পারি না। ৩য় মাস থেকে মাইর শুরু । ৪র্থ মাসে গিয়ে খেয়াল করলাম আর আমারও হাত পা চলছিল না, শ্বাস নিতে পারছিলাম না। তাই ৬য় মাস শেষ হওইয়ার আগে, শ্বাস নেওয়ার জন্য কারাগারে ঢুকে পড়লাম। কম তো আর না ১৪ বছর ১০ মাস ১৩ দিন এই খোলা কারাগারেই শ্বাস নিচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।