আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেললেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ইংল্যান্ডকে ৭ উইকেটে ২১৮ রানের বেশি করতে দেয়নি।
অর্ধশতক করেছেন হ্যারি ফিঞ্চ (৫৩) ও এড বার্নার্ড (৫৪)।
বাংলাদেশের পক্ষে অফস্পিনে অধিনায়ক মেহেদি হাসান (২/৩৪) ও বাঁহাতি পেসার আবু হায়দার (২/৩৭) দুটো করে উইকেট নিয়েছেন।
জবাবে ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যাওয়া বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান মোসাদ্দেক হোসেনের। ৭৮ বলে ৭৫ রান করে অপরাজিত থেকে যান এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
শাদমান ইসলাম (৩৮) এবং নাজমুল হোসেনও (২৬) ব্যাট হাতে মূল্যবান অবদান রেখেছেন দলের জয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।