বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আজ বিশ্বকাপের পথে এক পা বাড়িয়ে দিতে পারে ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে বেলারুশের বিপক্ষে জয় পেলে।
পরের ম্যাচে জর্জিয়ার বিপক্ষে ড্র করলেও বিশ্বকাপ নিশ্চিত! স্প্যানিয়ার্ডদের বিশ্বকাপ হয়তো নিশ্চিত হয়ে যাবে, কিন্তু বিপদে আছে ফেভারিট ইংল্যান্ড, পর্তুগাল এবং সুইডেন। সি গ্রুপে জার্মানি সঙ্গে থাকায় বিপদেই আছেন ইব্রাহিমোভিচরা। সুইডিশরা ৮ ম্যাচে ১৭ পয়েন্ট অর্জন করে রয়েছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা জার্মানরা আজ আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপ খেলবে।এ ছাড়া জার্মানি ও বেলজিয়াম একটি জয় পেলেই বিশ্বকাপ নিশ্চিত করবে। ফেভারিটদের মধ্যে বিপদে আছে ফরাসিরাও। আই গ্রুপে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ৬ ম্যাচে ১৪ পয়েন্ট অর্জন করে শীর্ষে। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট ফরাসিদের।
সামনের দুই ম্যাচে জয় পেলে স্প্যানিশরাই সরাসরি বিশ্বকাপ খেলবে। সেক্ষেত্রে ফরাসিরা হয়তো প্লে-অফ রাউন্ড খেলার সুযোগ পাবে। তবে তাদের আগামী ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে বড় ধরনের জয়ই পেতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।