আমাদের কথা খুঁজে নিন

   

ফাগুনের আগুন-জীবন-যৌবন-অনন্তকাল

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।


ফাগুনের আগুন-জীবন-যৌবন-অনন্তকাল

অতিথি পাখিরা ফিরে যাচ্ছে
নেমে যাচ্ছে হাওরের জল
ফুটছে নানান রঙ্গের ফুল

কই মাছ নেমে যাচ্ছে খল খল শব্দে
নৌকার ছইয়ে শুয়ে আকাশ দেখছে জলদাস

বইছে দখিণা বাতাস
বুনো ফুলের সুবাসে মোহিত রিছঙয়ের পথ
ঝর্ণাটা বইছে মৃদু-শব্দে

ফাগুন এসেছে

ফাগুন এসেছে পাহাড়ে-সমুদ্রে
তোমার আঙিনায়-মনের দুয়ারে
নগরে-গ্রামে, মেঠোপথ ছুঁয়ে জঙ্গলে

প্রেমানুভূতি
জীবন-যৌবন-অনন্তকাল ।।


ফাগুনের আগুন শুভেচ্ছা সবাইকে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।