আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে ২ পুলিশের বিরুদ্ধে ঘুষের মামলা

‘দৈনিক পুনরুত্থান’ নামে একটি পত্রিকার সম্পাদক পরিচয় দেয়া মো. জাহাঙ্গীর মিয়া উজ্জ্বল নামের এক ব্যক্তি বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।

মামলায় ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইসরাইল ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) সজল কান্তি হীরাকে আসামি করা হয়েছে।

শুনানি শেষে মহানগর হাকিম মো. তসরুজ্জামান মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনারের তত্ত্বাবধানে প্রথম শ্রেণির একজন গোয়েন্দা কর্মকর্তার মাধ্যমে এর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদির আইনজীবী মাহবুব হাসান রানা বলেন, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নূরেরচালা বাজারে আনোয়ারা ফার্মেসি থেকে ওষুধ কিনে ফেরার সময় উজ্জ্বলকে ডেকে নেন হীরা। এরপর ২০ হাজার টাকা দাবি করে বলেন,  না দিলে মামলা করা হবে।

টাকা না দেয়ায় উজ্জ্বলকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ‘ক্রসফায়ারের’ হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয় বলে জানান বাদির আইনজীবী।

তিনি বলেন, সাংবাদিক পরিচয় দেয়ার পরও পুলিশ উজ্জ্বলের কাছ থেকে  ২০ হাজার টাকা ও সাদা কাগজে সই নিয়ে তাকে থানা থেকে বের করে দেয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.