‘দৈনিক পুনরুত্থান’ নামে একটি পত্রিকার সম্পাদক পরিচয় দেয়া মো. জাহাঙ্গীর মিয়া উজ্জ্বল নামের এক ব্যক্তি বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।
মামলায় ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইসরাইল ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) সজল কান্তি হীরাকে আসামি করা হয়েছে।
বাদির আইনজীবী মাহবুব হাসান রানা বলেন, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নূরেরচালা বাজারে আনোয়ারা ফার্মেসি থেকে ওষুধ কিনে ফেরার সময় উজ্জ্বলকে ডেকে নেন হীরা। এরপর ২০ হাজার টাকা দাবি করে বলেন, না দিলে মামলা করা হবে।
টাকা না দেয়ায় উজ্জ্বলকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ‘ক্রসফায়ারের’ হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয় বলে জানান বাদির আইনজীবী।
তিনি বলেন, সাংবাদিক পরিচয় দেয়ার পরও পুলিশ উজ্জ্বলের কাছ থেকে ২০ হাজার টাকা ও সাদা কাগজে সই নিয়ে তাকে থানা থেকে বের করে দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।