হতে পারি বদ অথবা ফাজিল কিংবা একটু দুষ্টু প্রকৃতির। আমি নিজেকে জোকার ভাবতেও ভালবাসি। কিন্তু আমি চরম ঠোঁটকাটা। আমি সত্যের জন্য কারো পরোয়া করি না। কারন পাপ বাপকেও ছাড়ে না।
নিশ্চই মিথ্যা বিলুপ্ত হবে। www.facebook.com/RISALATMAX
দুপুরের দিকে দেখলাম গলির মুখে ১৭-১৮টা পুলাপান জট পাকাইয়া খাড়াইয়া আছে। ভাবলুম কেউ মুনেলয় দাঁত ব্যাথা, বাঁত ব্যাথা, মাজায় ব্যাথার ঔষধ বেচতাছে। কৌতুহলী অইয়া উক্কি মারলাম জটলার দিকে এবং এক্কান বিশাল টাশ্কি খাইলাম। এক পুলা গলায় এক্কান ডিএসএলআর ঝুলাই গল্প করতাছে যে তার ঐ ক্যামেরাখান আস্ট্রেলিয়ান, লেন্স জার্মানী, গার্লফ্রেন্ড বাঙালী, পয়লা ফাল্গুনের ফুডোক খিচছে খানদানী ইত্যাদি ইত্যাদি।
আর আবাল পুলাপান কতাগুলান এমুনভাবে গিলতাছে যেনু মনেলয় হেতি গল্প কয় না বিরিয়ানী বিলাইতাছে। দুইন্যায় কি ঠাডা এত্তগুলা কইমা গেলু? ঐ ডিএসএলআর ক্যামেরাগুলার উপরে পরে না কিল্যাই?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।