ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----
তোমার হৃদয়ে দহন ফাগুনে
বইছে স্রোতস্বিনী মেঘনা
আমারও হৃদয়ে নিয়ে আছে স্থান
স্থির নিথর করতোয়া ।
তাই বলে ভেবনা হয়না উত্থান
ভালোবাসার ফুল্লেল চেতনা
হৃদয়বৃত্তির কারুকাজে আমি তুমি
সমান সমান , হয়তো এগিয়ে আমি !
ঈশ্বর করেছে হরন শরীরাভরন
আর সক্ষমতার সকল ধরন
পারেনিকো নিতে বাগে হৃদয়ের উত্তাপ
ভাঁটার আগুনের মতো জ্বলছে তা দাউ দাউ
ঈশ্বর ধরাশায়ী মন ও মননের দ্বন্ধে
আমি হাসি ক্রুর হাসি এই ফাগুন প্রহরে ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।